চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিনাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমাদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকালে ইউনিয়নের আমিনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, আল্লাহর আইন অনুযায়ী যেভাবে আমরা সুশৃঙ্খলভাবে নামায আদায় করি, একই ভাবে আল্লাহর আইন দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে দেশে শৃঙ্খলা চলে আসবে। এইজন্য দরকার ইসলামী সরকার, যে সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দিবে। জামায়াতে ইসলামী আমিনাবাদ ইউনিয়নের সভাপতি অধ্যাপক মো: বাহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, সেক্রেটারী মাওলানা আবুল কাশেম,উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল হাসান ইমরান , উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ অধ্যাপক গোলাম আক্তার মঈন , ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইফ উদ্দিন মঈজ,সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন জাভেদ, ইসলামী আন্দোলন চরফ্যাশন সদর থানা সেক্রেটারি মো: আবু সায়েম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল্লাহ পুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন, আমিনাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ওবায়দুর রহমান শামীম, বিশিষ্ট সমাজসেবক আবু জাফর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিনাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা মোঃ রিয়াজ উদ্দিন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাত করা হয়। বিভিন্ন শ্রেণির পেশার কয়েক শত মানুষ আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।
Leave a Reply