1. dainikjagrotopratidin@gmail.com : dailyjagrotopratidin :
  2. banglahost.net@gmail.com : rahad :
চরফ্যাশনে অভয়াশ্রমে জাটকা রক্ষার্থে অভিযান   - দৈনিক জাগ্রত প্রতিদিন
নোটিশ:
দৈনিক জাগ্রত প্রতিদিন পএিকার জন্য , সংবাদদাতা আবশ্যক....পত্রিকার অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে, পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ।বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সারাদেশে তরুণ, আন্তরিক সংবাদকর্মী নিয়োগ চলছে,যোগাযোগ করুনঃ01883555902 Email:dainikjagrotopratidin@gmail.com

চরফ্যাশনে অভয়াশ্রমে জাটকা রক্ষার্থে অভিযান  

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার পঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: 
ভোলার চরফ্যাশন উপকূলের মিঠাপানি অধ্যুষিত মেঘনা-তেঁতুলিয়ার অভয়াশ্রমে জাটকা সংরক্ষণ অভিযান ব্যাপক সাফল্যের মধ্য দিয়ে বাস্তবায়ন করা হয়েছে।
মার্চের শুরু থেকে এপ্রিলের শেষদিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

জানা যায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু’র নেতৃত্বে ও কোস্টগার্ডের সহযোগিতায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত ৫২টি অভিযান এবং ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এই অভিযানে ইলিশ জাল ০.৯৮ লক্ষ মিটার, কারেন্ট জাল ১.৭৭ লক্ষ মিটার এবং অন্যান্য জাল ১১৭টি জব্দ করা হয়। একইসাথে জব্দ করা অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ৬ জনের জেল ও ৪১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম বলেন, মৎস্য নিধনের ধ্বংসাত্মক অপতৎপরতা বন্ধের জন্য এই অভিযান পরিচালনা করতে গিয়ে ২ এপ্রিল বাবুরহাট এলাকায় জেলেদের হামলার শিকার হতে হয়েছে আমাদের। হামলায় কোষ্টগার্ডের সিসিকে মারাত্মক জখম করা হয়েছে। ৩ এপ্রিল বাংলাবাজার এলাকায় পুনরায় জলেদের একটি চক্র আমাদের উপর হামলা চালায়। পরে ৩ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই হামলার ঘটনায় কোস্টগার্ড দুলারহাট থানায় অজ্ঞাতসহ ২৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা নং ০১ জিআর ১৫/২৫।

এরপরেও মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করতে আমরা বদ্ধপরিকর।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু আরও জানান যে, আমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, তবে বরাদ্দের অপ্রতুলতা, জনবলের ঘাটতি, এবং প্রয়োজনীয় যানবাহন না থাকায়  চরফ্যাসন উপজেলার এতো সুবিশাল জলায়তন নিয়ন্ত্রন করা বেশ চ্যালেঞ্জি ।  আবার চরফ্যাসন উপজেলার প্রায় অর্ধেক জলাশয় অভায়াশ্রম আওতার বাহিরে রয়েছে, ফলে অনেকেরই ভুল বুঝাবুঝি হয়।

এ সকল অভিযানে অত্র দপ্তরের সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, ক্ষেত্র সহকারী মাওঃ কামাল উদ্দীন, হাজী আব্বাস উদ্দীন ফরাজীসহ সংশ্লিষ্ট সকলে এক যোগে কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
অনুমতি ছাড়া লেখা ও ছবি অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jagroto Pratidin