চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: মাদরাসা শিক্ষক কর্মচারীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখা কর্তৃক
মাদ্রাসার অবসরপ্রাপ্ত ২৭ জন শিক্ষক ও কর্মচারীদের মাঝে জনপ্রতি ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ) পৌর ৪ নং ওয়ার্ডে জমিয়তের নিজস্ব ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা হুমায়ূন সরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্যে জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাসন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, মাদ্রাসা শিক্ষকদের কল্যাণে দল মত নির্বিশেষে কাজ করছে জমিয়ত। এ সময় তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের জন্য দ্রুত সময়ে আর্থিক অনুদানের ব্যবস্থা করায় জমিয়ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের কল্যাণে জমিয়তের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান, অধ্যক্ষ মাওলানা মোঃ শাহজাহান ও অধ্যক্ষ মাওলানা মো: ইকবাল হোসেন, অধ্যক্ষ মাওলানা নুরুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা ফরহাদ,সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ মাইনুদ্দিন, কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ শরিফ মো: মনিরুল ইসলাম।ঈদ পূর্ববর্তী এ সময় মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা তাদের টাকা পেয়ে অত্যন্ত খুশি হন এবং জমিয়ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
Leave a Reply