চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনে নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, ভবন, দোকানপাটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭:০০ টায় চরফ্যাশন টি.বি মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৯ টায় একই বিদ্যালয় মাঠে কুচকাওয়াজের আয়োজন করে উপজেলা প্রশাসন। সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনাসভা, উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির সভাপতিত্বে বক্তব্য রাখেন
সহকারী পুলিশ কমিশনার( চরফ্যাশন) মেহেদী হাসান,সহকারী কমিশনার (ভূমি) এমাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা একেএম আজাদ শরীফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনম আমিরুল ইসলাম মিন্টিজ মিয়া, সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরিফ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে উপহার সমগ্রী প্রদান করা হয়
Leave a Reply